রামুতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেলো ১৭ বছরের নাইক্ষ্যংছড়ির ইরফানের

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রামু প্রতিনিধি: রামুর গর্জনিয়ার মাঝিরকাটা বেলতলী ফরেস্ট রিজার্ভ এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ইসলামপুর গ্রামের শফিউল্লাহ পুতুর ছেলে ইরফান (১৭) বছর ১ জন নিহত হয়েছে। এই ঘটনায় মাঝিরকাটার আওয়ামী লীগ নেতা শাহীনসহ আরো আহত হয়েছে।

রবিবার (১২ই মার্চ) সকাল ১০ ঘটিকার সময় মাঝিরকাটা জামতলী জায়গায় এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত ইরফানকে প্রথমে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সেখানে সে মারা গেছে।পরবর্তিতে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে নিশ্চিত করেছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা।

এদিকে এই ঘটনার তৎক্ষণাৎ সংবাদ সম্মেলন করেছে গুলাগুলির ঘটনার আহত হয়ে বেচেঁ যাওয়া আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান শাহিন।

শাহীন বলেন, মুলত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি গুলি বর্ষণ করেছে। শাহীনকে রক্ষা করতে মানব ঢাল হিসেবে ছিলেন নিহত ইরফান।

এ বিষয় নিহত ইরফানের বাবা শফিউল্লাহ পুতু বলেন, তার ছেলে ৩ দিন ধরে ঘরে নেই। ঘটনাবলী কি ঘটেছে তিনি জানেন না। তিনি আরও বলেন, ময়না তদন্তের পর বলতে পারবেন মুল ঘটনা কি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হসপিটালে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের একমাত্র ছেলে ইরফানকে হারিয়ে দিশেহারা মা বাবা। তাদের দাবী আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবে।

এদিকে দুর্ঘটনা কবলিত স্থানে পুলিশ বিজিবি মোতায়েন রয়েছে, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।