কক্সবাজার-টেকনাফ সড়কের তুলাবাগান এলাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহি বাস তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা সহ দুইজনকে আটক করেছে।
গতকাল বুধবার রাতে রামু তুলাবাগান এলাকায় রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ কতৃর্ক এই অভিযান পরিচালিত হয়।
হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামুক্রসিং হাইওয়ে থানাধীন তুলাবাগানে পুলিশ পরিদর্শক মোঃ আবু আব্দুল্লাহর নেতৃত্বে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী স্পেশাল বাস সার্ভিস তল্লাশী চালিয়ে অতিকৌশলে লুকায়িত অবস্থায় টুল বক্সের ভিতর থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় বাসের চালক মুহিবুল্লাহ(২২) ও সুপারভাইজার আব্দুর রহমান(২০) কে বাস সহ আটক করা হয়।
আটক আসামী ও উদ্ধারকৃত ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রামু থানা হাইওয়ে পুলিশ।
রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।