রামু প্রতিনিধি: কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের রামু এলাকায় মিউজিক সাউন্ড সিস্টেম পরিবাহী ট্রাক খাদে পড়ে ট্রাক ড্রাইভার সহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন বলে জানা যায়।
শুক্রবার (২৪ জুন) বিকাল আনুমানিক ৪ টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয়রা জানান,কক্সবাজার থেকে ঢাকামুখী মিউজিক সাউন্ড সিস্টেম পরিবাহী ট্রাক চা বাগান এলাকায় এলে পার্কিংরত একটি কার গাড়িটিকে ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসকে বাচাঁতে গিয়ে গতিপথ পরিবর্তন করে খাদে পড়ে যায় এই ট্রাক গাড়িটি। ফলে ট্রাক গাড়িতে থাকা ড্রাইভার সহ কয়েকজন যাত্রী গুরুত্বর আহত হন। তবে আহতদের সঠিক পরিচয় পাওয়া যায়নি।
রামু থানা পুলিশ ও রামু হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।