রামু প্রতিনিধি: রামুতে টমটম, ইজিবাইক, মটর ক্যাব রিকশা ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে রামু বাইপাস সিটি পার্ক ক্লাবে বাংলাদেশ ব্যাটারি চালিত অটো রিক্সা ও অটো বাইক সার্ভিস লিঃ রামু উপজেলার উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি।
চালকদের উদ্দেশ্যে এমপি কমল বলেন, প্রশিক্ষণ কর্মশালায় অজানা কিছু জ্ঞান অর্জন করা যায়। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা গাড়ি চালনা সম্মন্ধে অনেক তথ্য জানতে পারবেন। এখানে যদি একশটা কথা শিখেন তার মধ্যে নতুন পাঁচটা বিষয়ে শিক্ষার মাধ্যমে আপনাদের আয় বৃদ্ধি পেতে পারে।
বক্তারা বলেন, কক্সবাজারে চালকরা গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকার ফলে প্রতিদিন অসংখ্য দু্র্ঘটনা ঘটছে। এতে অনেকে সড়কে প্রাণ হারিয়েছে ও কেউবা পঙ্গু হয়েছেন। যার ফলে অনেক পরিবার স্বজন হারিয়েছেন। রামুতে যেসব ইজিবাইক টমটম, ইজিবাইক, মটর ক্যাব রিকশা চালকরা রয়েছেন এই প্রশিক্ষণের মাধ্যমে গাড়ি চালানো সহ অনেক কিছু শিখতে পারবেন এছাড়া বিআরটিএর থেকে লাইসেন্স পাবেন। এতে করে গাড়ি চালানোর বৈধতা পাবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রত্যাগত প্রবাসী আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক জিয়া, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাটারী চালিত অটো রিক্সা ও অটো বাইক সার্ভিস লিঃ এর মার্কেটিং ডাইরেক্টর আখতার আহমদ।
এছাড়া ইউপি সদস্য আজিজুল হক, মো. ইউনুস, যুবনেতা মোহাম্মদ ফরহাদ, তরুণ ব্যবসায়ী সালমান শাহ আবির সহ চার শতাধিক চালক উপস্থিত ছিলেন।