রামুতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ

রামুতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

হাবিবুর রহমান সোহেল, রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু খুনিয়া পালংয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের আপাররেজু বিটের আওতাধীন থোয়াংগা কাটা ধল্যারছড়া স্কুলের পাহাড় (আলহাজ্ব ফজল আম্বিয়া প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে) এলাকায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক (দারিয়াদিঘি) আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এতে জড়িত কাউকে আটক করতে পারেনি অভিযানকারীরা।

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক (দারিয়াদিঘি) আনিসুর রহমান বলেন, আপুররেজু বিটের আওতাধীন পাহাড়ি এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সওয়ার আলম জানান, “বন রক্ষায় আমরা সব সময় কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি টিম সজাগ থেকে কাজ করছে বন ও পরিবেশ যারা ধ্বংস করবে তাদেরকে ছাড় দেয়া হবে না।”

অভিযানে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা, নাজমুল হাসান, ধোয়া পালং রেঞ্জ কর্মকর্তা আব্দু রশিদ, আপাররেজু বিট কর্মকর্তা জসিম উদ্দিন, ধোয়া পালং বিট কর্মকর্তা আব্দু করিম সহ সিপিজি সদস্য ও ভিলেজারগণ উপস্থিত ছিলেন।