রাতে ডাকাতি, দিনে অন্য পেশা; জড়িত সন্দেহে গ্রেফতার ১

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার চালিয়াতলী মাতারবাড়ী সড়কে ডাকাতির ঘটনার অভিযোগে ছায়া তদন্ত শেষে ডাকাতি প্রস্তুতির মামলায় সন্দেহভাজন আসামী হিসাবে একজনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

শনিবার (এপ্রিল ১) রাত আড়াইটার সময় মহেশখালী থানার ওসির নেত্বত্বে উপজেলার কালারমারছড়া মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ডাকাতির বিষয়টি আড়াল রাখতে তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সাথে রাতে ডাকাতি করলেও দিনের বেলায় তারা লবণ চাষের শ্রমিক, দৈনিক দিন মজুরের কাজ করতেন। একইসঙ্গে ডাকাতির নতুন স্থানও সন্ধান করতেন তারা।

রবিবার (এপ্রিল ২) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাহিনীটি।

গ্রেপ্তার আসামি হলেন- কালারমারছড়া ইউনুছখালী গ্রামের মৃত আলী মিয়ার পুত্র আবু ছৈয়দ (২৬)।

মহেশখালী থানার অফিসার ইনর্চাজ প্রণব চৌধুরী আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের পর গ্রেফতার আবু ছৈয়দকে নিয়ে ছায়াতদন্ত শুরু করলে ডাকাতিতে তার নাম উঠে আসে। এলাকার লোকজন সহযোগিতা করলে জড়িত বাকি আসামীদের গ্রেফতার করা হবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top