রাতভর চবির দুই হলে তল্লাশি, ৩টি রামদা উদ্ধার

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: কয়েক দফায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইটি আবাসিক হলে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় দুইটি হল থেকে তিনটি রামদা ও একটি স্টাম্প উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে পুলিশের সহায়তায় এ তল্লাশি অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।

এর আগে পূর্বঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই পক্ষের নেতাকর্মীরা। এতে অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সোহরাওয়ার্দী হলের ৮টি কক্ষ ভাংচুর করা হয়। এর আগে গত ২১ ফেব্রুয়ারি রাতে সংঘর্ষে জড়ায় এ দুই পক্ষ। এসময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। উভয়দিন সংঘর্ষে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় বিবদমান দুই পক্ষের নেতাকর্মীদের।

ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুইটি হল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকুক। ক্যাম্পাসে কোনো অস্ত্র যেন না থাকে। তাই হলগুলো অস্ত্রমুক্ত করতে আমরা যেকোনো সময় যেকোনো হলে অভিযান চালাতে পারি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।