সিপ্লাস ডেস্ক: রাজনীতিতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের বলেছেন, মনে হচ্ছে দেশ একটি সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। রাজনৈতিক উত্তেজনায় বড় ধরনের সংঘর্ষের আশংকা আছে। আওয়ামী লীগ ও বিএনপি যে অবস্থানে রয়েছে, সেখান থেকে তাদের ফিরে আসার সুযোগ নেই। যে দল সরে যাবে সেই দলই যেন বিলীন হয়ে যাবে। আবার যে দল পরাজিত হবে সেই দলের যেন মৃত্যু হবে। এই বাস্তবতায় একটা বড় ধরনের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
জিএম কাদের বলেন, আমরা ইবিএম-এ নির্বাচন চাই না। কারণ ইভিএমে নির্বাচনে কারচুপির সুযোগ আছে। আমরা মনে করি, যারা নির্বাচনের সঙ্গে জড়িত তারা দলীয়করণের মধ্যেই আছেন। তাদের হাতে ইভিএমের রেজাল্ট পরিবর্তন করা সম্ভব হবে। আমরা মনে করি ইভিএমের মাধ্যমে ভোটের ফলাফল বদলে দেওয়া যায়।