পৌষের মাঝামাঝি সময়ে বৃষ্টিতে ভিজছে রাজধানীতে। কনকনে ঠাণ্ডা না থাকলেও হিমেল হাওয়ায় মধ্যরাত থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যা অব্যাহত রয়েছে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০ টা পর্যন্তও।
এদিকে, বৃষ্টি রাজধানীতে নিয়ে এসেছে সীমাহীন ভোগান্তি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সকালবেলায় সন্ধ্যার আঁধার, লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। একদিকে বৃষ্টি অন্যদিকে গণপরিবহন সংকট- দুই মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাবাসী। আবার সঙ্গে ছাতা না থাকায় ভিজতে বাধ্য হয়েছেন অনেকে।
আজ ছুটির দিন হলেও সকালে বের হওয়া মানুষ বাস বা অটোরিকশার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। দীর্ঘ সময় অপেক্ষার পর কেউ কেউ গাড়িতে উঠতে পারলেও বাকিরা উপায় না দেখে হেঁটেই নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছেন। ফলে গন্তব্যে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।
এদিকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। এতে ভোগান্তি চরমে ওঠে।
মিরপুর, কল্যাণপুর, কুড়িল, বিশ্বরোর্ড, পোস্তগোলা, জুরাইন, দোলাইপাড়, ওয়ারী, গুলিস্তান, বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন এলাকা ঘুরে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামীকাল (৪ জানুয়ারি) পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে। শৈত্যপ্রবাহের ব্যাপারে তিনি বলেন, আগামী ৫ জানুয়ারির পর থেকে দেশের অধিকাংশ স্থানেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
চলমান বৃষ্টিতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।