রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার রাস্তায় নেমে আসেন শ্রমিকরা।
বিক্ষোভে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনও বাড়তে থাকে। সড়ক অবরোধের কারণে রামপুরা-চৌধুরীপাড়া রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে পথ চলছেন বাস থেকে নেমে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রামপুরা চৌধুরী পাড়ার আবুল হোটেলের কাছে অবস্থিত ইয়ার ফ্যাশন গার্মেন্টসে তাদের তিন মাসের বেতন জমা পড়েছে। বেতন দেওয়া হবে বলে নানা টালবাহানা করছে মালিকপক্ষ। এ জন্য বিক্ষোভে নেমেছেন তারা।