
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
আজ রোববার (৫ জুন) দিনব্যাপী উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্ত্তী।
বক্তব্য দেন সহকারী তথ্য কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার,সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী, শিক্ষক রঞ্জন বড়ুয়া, মুক্তি সাধন বড়ুয়া, শায়লা শারমিন প্রমুখ।