রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে অজগর উদ্ধার

ছবি: সিপ্লাসটিভি.নিউজ
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার (২৫ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আন্ন সিকদার পাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।  সাপটির দৈর্ঘ্য ১০ ফুট ৫ ইঞ্চি ও ওজন ১০ কেজি।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা নবীন ধর বলেন, ” স্থানীয় লোকজন  লোকালয়ে অজগর সাপটি দেখে আমাদের খবর দেয়। সাপটি শেখ রাসেল অ্যাভিয়ারি এন্ড ইকোপার্কে নিয়ে আসা হয়েছে। সাপটির শারিরীক অবস্থা দেখে কাপ্তাই জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে। ” ছবির ক্যাপশন –  রাঙ্গুনিয়ার স্বনির্ভর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আন্ন সিকদার পাড়া থেকে উদ্ধার করা অজগর সাপ শেখ রাসেল অ্যাভিয়ারি এন্ড ইকোপার্কে রাখা হয়েছে।