রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলের হাট কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদের নির্মাণ কাছের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়৷ অনলাইনে যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধব করেন আমেরিকান প্রবাসী মুহাম্মদ আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উত্তর গাউছিয়া কমিটি সভাপতি আল্লামা গাজী আবুল কালাম বয়ানী, হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর্জা সেকান্দর হোসেন, মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, মুহাম্মদ শাহজাহান, মোগলের হাট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ নাজের, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার, মসজিদের মোতোয়াল্লী ও দাতা সদস্য শফিউল আলম, জাহাঙ্গীর আলম, শামসুল আলম, বাদশা আলম, রফিকুল ইসলাম রফু, আলমগীর হোসাইন, শওকত হোসেন তুহিন, মাওলানা আনোয়ার হোসেন, রাহাত মামুন, মসজিদের উপদেষ্টা সদস্য কাজী মুহাম্মদ আইয়ুব প্রমুখ।
উল্লেখ্য মসজিদটি প্রথম বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল খায়ের প্রকাশ গদা মওলভী অর্ধশত বছর আগে প্রতিষ্টা করেছিলেন। বর্তমানে মসজিদে মুসল্লীর তুলনায় জায়গা সংকুলান হচ্ছে না। তাই এলাকাবাসীর অনুরোধে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলমগীরের ব্যক্তিগত অর্থায়নে প্রায় তিন হাজার বর্গফুটের তিনতলাবিশিষ্ট আধুনিক মসজিদ ভবন নির্মাণ হতে যাচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লীরা। এসময় পরষ্পরের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।