রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে মূল্যবান গাছ কাটার অভিযোগে থানায় মামলা করেছে স্থানীয় বাসিন্দা সৈয়দ হাসেম। ২৪ জুন ৪ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের পরিষদের পশ্চিম পাশে মধ্য ঘাগড়া মৌজায় রোপন করা সেগুন, বেলজিয়াম, একাশি গাছসহ দেড় লাখ টাকার নানা প্রকার মূল্যবান গাছ কেটে নিয়ে যায় অভিযুক্তরা। এছাড়া বিভিন্ন প্রকার বনজ ও ফলজ ছোট গাছ নষ্ট করে দেয়া হয়। যার আনুমানিক মূল্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা। এই ঘটনায় একই ইউনিয়নের নেছারুল হক প্রকাশ পিয়ারুকে প্রধান করে ৪ জনকে বিবাদী করে থানায় মামলা করা হয়। এছাড়া অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জনকে আসামী করা হয়।
বাদী সৈয়দ হাসেমর অভিযোগ, বিরোধীয় জায়গায় বিবাদীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মূল্যবান গাছগুলো কেটে নিয়ে যায়।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মিলকী বলেন,“ মামলার পর ঘটনাস্থল থেকে কিছু জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ”