রাঙ্গুনিয়া প্রতিনিধি: মৎস অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় উন্নত প্রযুক্তির প্রদর্শনী বাস্তবায়ন নিমিত্তে রাঙ্গুনিয়া উপজেলার ১০টি ইউনিয়নের সিআইজি মৎসচাষি সদস্যদের মাঝে মাছের পোনা, মৎস্য খাদ্য ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে থেকে এসব বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, এনএটিপি-২ রাঙ্গুনিয়ার সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, ক্ষেত্র সহকারী মো. ওবাইদুল হক, আওয়ামীলীগ নেতা মো. শামসুদ্দিন, জসিম উদ্দিন তালুকদারসহ ১০ ইউনিয়নের মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিবৃন্দ।
এসময় স্বজন কুমার তালুকদার বলেন, আওয়ামীলীগ সরকার কৃষক বান্ধব। অন্যদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়ার কৃষক ও খামারিদের জন্য সব সময় আন্তরিক। তাই উনার প্রচেষ্টায় বার বার অন্যান্য উপজেলার চাইতেও বেশি পরিমাণ প্রণোদনা পেয়ে থাকেন কৃষক ও খামারিরা।