রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় বজ্রপাতে চন্দন বড়ুয়া (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফলাহারিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত চন্দন বড়ুয়া স্থানীয় মৃত মনিদ্র লাল বড়ুয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক তালুকদার জানান, শনিবার দুপুরে প্রচন্ড- বৃষ্টিপাত শুরু হলে বিলে গরু আনতে গিয়েছিলো চন্দন বড়ুয়া। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।