রাঙ্গুনিয়ায় দূর্গা পুজা উপলক্ষে প্রতিনিধি সভা ও বস্ত্র বিতরণ

রাঙ্গুনিয়ায় পূজা উদযাপন পরিষদের সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার প্রতিনিধি সভা ও বস্ত্র বিতরণ রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটরিয়ামে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পংকজ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

সাধারণ সম্পাদক সুপায়ন সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আসলাম খাঁন, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি শৈবাল চক্রবর্তী, নির্বানী তোষ সাহা ভাস্কর, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, সাধারণ সম্পাদক ডা. রুপন কান্তি শীল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় কুমার সেন, সাধারণ সম্পাদক ত্রিদীপ সাহা, পূজা পরিষদ নেতা মিলটন চৌধুরী, তুষার পাল, সমীর চক্রবর্তী, মাস্টার সন্তোষ নাথ, মাস্টার পরেষ সাহা, মাস্টার কাজল বিন্দু বণিক, নিপন পাল, অনিক দে, অনুজিৎ দে, দেবাশীষ পাল দেবু, পরিমল দাশ, মিল্টন চক্রবত্তী,পরেশ কান্তি সাহা, মানিক কান্তি দাশ, টিসু দেব প্রমুখ।

শেষে ৩৭৫ জন দুস্থ অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়৷