রাঙ্গুনিয়ায় জঠিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস’এ আক্রান্ত ১১ জন রোগীদের মাঝে প্রতিজনকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবার অধিদপ্তরের পক্ষ থেকে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের চেক বিতরণ করেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা,রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর আ.লীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন, মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি ,রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. এরশাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, আনসার-ভিডিপি কর্মকর্তা মংথোয়াই মারমা, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না প্রমুখ।