রাঙ্গুনিয়ায় চার কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সরকারি নির্দেশ অমান্য করে রাঙ্গুনিয়ায় অবৈধভাবে পরিচালিত কোচিং সেন্টার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এই অভিযান চালান। অভিযানে রাঙ্গুনিয়া কলেজের আশেপাশের এলাকায় কলেজের নির্ধারিত সময়ে পরিচালিত চারটি কোচিং সেন্টার বন্ধে করে দেওয়া হয়। এসময় এই ধরনের কার্যক্রম আর কখনো চালানো হবে না মর্মে কোচিং সেন্টারের শিক্ষকদের থেকে লিখিত মুচলেখা নেওয়া হয়।

রাঙ্গুনিয়া কলেজের উপাধ্যক্ষ একে.এম সুজাউদ্দিন অভিযান পরিচালনায় সহযোগীতা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে অবৈধ কোচিং বাণিজ্য চালানোর অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া কলেজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কলেজের আশেপাশে গড়ে উঠা ৪টি কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়।

এসময় ভবিষ্যতে এই ধরণের অবৈধ কোচিং কার্যক্রম আর চালানো হবে না মর্মে মুচলেখা নেওয়া হয়। অবৈধ কোচিং সেন্টার বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো. মাসুদুর রহমান।