রাঙ্গুনিয়ায় আবারও বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আবারও এক কৃষকের মৃত্যুর হয়েছে। শুক্রবার রাতে ক্ষেত পাহারা দিতে গিয়ে ওই কৃষকের মৃত্যু হয়। শনিবার (২ জুলাই) সকালে তার লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

নিহত কৃষমের নাম আবদুল আজিজ (৬৫)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপারা গ্রামের বাসিন্দা। এর আগেও গত ২৬ জুন একই ইউনিয়নে অন্য এক কৃষকের মৃত্যু হয়েছিল।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, কয়েক দিন ধরে রাতে পাহাড় থেকে নেমে বন্য হাতির দল ওই কৃষকের ক্ষেত নষ্ট করে দিচ্ছিল। শুক্রবার রাত আটটার দিকে ওই ক্ষেত পাহারা দিতে যান আবদুল আজিজ। এরপর রাতে তিনি আর ফেরেননি।

কৃষক আবদুল আজিজের প্রতিবেশী স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, শনিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক ওই পাহাড়ি এলাকায় গেলে আজিজের লাশ দেখতে পান। শরীরে হাতির পায়ে পিষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় বন্য হাতি তাঁর ওপর আক্রমণ করে বলে ধারণা করা হচ্ছে। তাঁর লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন। এই ঘটনায় নিহতের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য গত ২৬ জুন সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা মোবারক টিলা এলাকায় হাতির হামলায় শাহ আলম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছিল। সপ্তাহ ব্যবধানে একই ইউনিয়নে দু’জন কৃষকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী৷

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে হাতির উপদ্রব বেড়ে গেছে রাঙ্গুনিয়ায়। হাতি মানুষের দ্বন্ধ নিরসনে এতো বরাদ্দ এবং সমাবেশ করে বনবিভাগ। কিন্তু কৃষকদের সুরক্ষায় এবং বনের হাতি লোকালয়ে আসা ঠেকাতে তেমন পদক্ষেপ না নেওয়ায় ইদানিং এই ধরণের ঘটনা বেড়ে চলেছে বলে দাবী স্থানীয়দের।