রাঙ্গুনিয়ায় আগুনে ভষ্মিভূত ৫ বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫ বসতঘর। উপজেলার পোমরা ও পদুয়া ইউনিয়নে পৃথক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্তরা।

জানা যায়, সোমবার (২৭ মার্চ) ভোর ৪টার দিকে পোমরা মালিরহাট সাবের মাস্টার বাড়ির একটি বসতঘরে আগুন ধরে যায়। মুহুর্তে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে মো. আমিন, মো. রফিক ও মো. হাবিবের মালিকানাধীন তিনটি বসতঘর পুড়ে যায়। এতে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তারা। রান্না করার গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সারাশিয়া গ্রামে সম্প্রতি আগুন লেগে দিনমজুর মোহাম্মদ আলী ও  মোহাম্মদ দিদারের মালিকানাধীন দুটি বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই সব পুড়ে গেছে। ফলে আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা বলে দাবী করেন তারা।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, পোমরায় অগ্নিকাণ্ডের  খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পদুয়ায় গাড়ি নষ্ট হওয়ায় ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top