রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ভবন নির্মাণের কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে এসব ভবন নির্মাণ করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুন) উপজেলার বেতাগী ইউনিয়নের তিন চৌদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণ কাজ চলছে।
এদিন নির্মার্ণাধীন ভবনের বেইজ ঢালাই কাজ করা হচ্ছে। এদিন ভবন কার্যক্রম পরিদর্শনে আসেন চট্টগ্রাম তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তাসাউর, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, সহকারী প্রকৌশলী মালিহা আলম।
এসময় উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, “৯১ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে। শুধু এই বিদ্যালয়েই নয়, উপজেলার সুখবিলাস, কোকানিয়া, সাপলেজাপাড়া, ধোপাঘাট, ঢেমিরছড়া, কদমতলী ও মরিয়মনগর আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অর্থ বছরেই নতুন ভবন নির্মাণ কাজ করা হচ্ছে। এর মধ্যে কোনটির কাজ শেষের দিকে এবং কোনটির কাজ চলমান রয়েছে।”
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুপ্রিয়া সাহা জানান, ”পুরাতন বিদ্যালয় ভবনে পাঠদান করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার কবলে পড়তে হতো৷ এখন ৫ কক্ষ বিশিষ্ট দুই তলা নতুন নান্দনিক ভবন নির্মাণ হতে যাচ্ছে। এতে বিদ্যালয়ের দেড়শতাধিক শিক্ষার্থীদের আনন্দের সাথে পাঠদান করা সম্ভব হবে।”
উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার বলেন, ”রাঙ্গুনিয়ার কৃতি সন্তান তথ্যমন্ত্রীর হাত ধরে রাঙ্গুনিয়ার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন নতুন সুউচ্চ ভবন নির্মাণ হয়েছে। এতে রাঙ্গুনিয়ার শিক্ষা কার্যক্রম আরও বেশি গতিশীল হয়েছে।”