
জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের রামগতিরহাট থেকে ঢেমিরছড়া পর্যন্ত সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় হাজার হাজার বাসিন্দা। অসুস্থ রোগী, শিক্ষার্থী থেকে শুরু করে এলাকার কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের জনসাধারন সড়কটি দিয়ে চরম কষ্টে চলাচল করছিল৷ তবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত ধরে পালটে গেছে সড়কটির চিত্র। তার বিশেষ উদ্যোগে ক্ষতবিক্ষত সড়কটি এখন দৃষ্টিনন্দন পিচঢালা সড়কে রূপ নিয়েছে। এতে স্বস্তী প্রকাশ করেছেন এলাকার জনসাধারণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেতাগী রামগতির হাট বাজার থেকে ঢেমিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি পিচঢালা করা হয়েছে। সড়কটি টেকসই করতে এর বিভিন্ন স্পটে গাইডওয়াল দিয়ে মাটিভরাট করে দেয়া হয়েছে। দুই পাশের সবুজ প্রকৃতির মাঝে পিচঢালা এই সড়কটি দিয়ে অনায়াসে চলাচল করছে বিভিন্ন পরিবহন। সড়কটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন এলজিইডি’র চট্টগ্রাম অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তাসাউর, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, সহকারী প্রকৌশলী মালিহা আলম।
এসময় উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, “বেতাগী রামগতির হাট বাজার থেকে ১২০০ মিটার পর্যন্ত পিচঢালাই করে সড়কটির উন্নয়ন করা হয়েছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে ১২২ মিটার গাইডওয়াল নির্মাণ করা হয়েছে৷ আগে সড়কটি ছিল ৮ ফুট প্রসস্ত, এখন তা ১০ ফুট করা হয়েছে। তথ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে এটির উন্নয়নে ৬২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।”