
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় রবি ২০২২-২৩ মৌসুমে বোরো ধান উৎপাদন প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ৮৩৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো হাইব্রীড ও উফশী বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার।
আলোচনা সভা শেষে ৫৪৮০ জন কৃষককে ২ কেজি করে বোরো হাইব্রীড এবং ২৮৭৫ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।