
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী স্কাউটস ও গার্ল গাইডের সদস্যদের বিদায় ও নবাগত ৬ষ্ঠ শ্রেণির স্কাউটস ও গার্ল গাইডের সদস্যদের বরণ অনুষ্ঠান বিদ্যালয় হল রুমে রোববার (১৯ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপত্বিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও রাঙ্গুনিয়া সরকারি কলেজ স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ।
বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য মুফিজুর রহমান, অভিভাবক সদস্য এস এম সাইফুল ইসলাম খোকন ও শফিউল আজম চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি জনকল্যাণ মূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করার জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং ধর্মীয় বিধি বিধান অনুসরণ করার প্রতি আহবান জানান।
বাবু রাজু প্রসাদ বড়ুয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক জাফর উদ্দিন, সিনিয়র শিক্ষক অনুভা রাণী বড়ুয়া, এস এম ওসমান গণি, জেসমিন সুলতানা, আবদুল হামিদ, লক্ষী বড়ুয়া, সুজন চক্রবর্ত্তী, এস এম এরশাদ মাহমুদ, জোসনা আকতার, মনজুর আলম, মোহাম্মদ মুহসীন মোবারক, শারমিন আরা বেগম, মুহাম্মদ ফয়সাল আলম প্রমুখ।