
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে নতুন কারিকুলাম ও পাঠদান কৌশলের উপর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সকালে শুরু হয়েছে। রাঙ্গুনিয়া প্রি-ক্যাডেট স্কুলের হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সফিউল আজম সিরাজী।
প্রধান আলোচক ছিলেন সহকারী হাটহাজারী উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লায়ন মো. দিদারুল ইসলাম, উপদেষ্টা এম নজরুল ইসলাম খান, প্রবীণ শিক্ষক বদি আহাম্মদ চৌধুরী, কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব আমজাদ হোসেন, সদস্য শাহানাজ ইসলাম, জেলা কমিটির শিক্ষা সচিব জয়নাব বেগম, মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সচিব মো. শামীম সিকদার, সহ শিক্ষা সচিব যুবরাজ মল্লিক, তথ্য ও যোগাযোগ সচিব এমার উদ্দিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক মুহাম্মদ করিম উদ্দিন হাসান, রাঙ্গুনিয়া প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি খিজির হায়াত, প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার শাহাদাত হোসেন, রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের গোলাম মোস্তফা, মাহবুবুল আলম, ফিরোজ আলম, এডভোকেট আজিম উদ্দিন লাভলু প্রমুখ।
দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রাঙ্গুনিয়ার ৫০টি কিন্ডারগার্টেনের ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। যেখানে প্রশিক্ষক ছিলেন রাঙ্গুনিয়া রিসার্চ সেন্টারের ইনস্ট্রাক্টর রুবল চন্দ্র দাশ, সহকারী রাউজান উপজেলা শিক্ষা অফিসার আবদুল মুমিন, সহকারী আনোয়ারা উপজেলা শিক্ষা অফিসার বিটন চন্দ্র দেব, শিক্ষক কাজী মো. এহসান, সুবর্ণা বড়ুয়া এবং সুপ্লব বড়ুয়া।