রাঙ্গুনিয়ার সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়ার সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ করছেন লোকমান হোসেন তালুকদারসহ অতিথিবৃন্দ
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেণির নবীণ বরণ, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা এবং অবসরগ্রহণকারী সিনিয়র শিক্ষক কল্লোল দাশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে রোববার (১৯ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি লোকমান হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দীন চৌধুরী।

শিক্ষক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পারুয়া ইউপি চেয়ারম্যান মো. একতেহার হোসেন, সাবেক চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য নুরুল আজিম তালুকদার, সদস্য ইসমাইল হোসেন তালুকদার, মো. ইলিয়াছ তালুকদার, ইসমাইল হোসেন, রেজাউল করিম, সামশুল আলম, নুর বানু বেগম, সহকারী প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে, শিক্ষক অরুণ কুমার বড়ুয়া প্রমুখ।

সবশেষে শেষে সম্মাননা স্মারক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়।