রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার রানীর হাট চাউলকল মালিক ও ব্যবসায়ী সমিতি লিঃ এর নির্বাচন সোমবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ নাছের উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলমগীর নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহসভাপতি পদে মো. হানিফ, সহ সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান সিকদার, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ একরাম, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আবু বক্কর, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মনজুর রহমান এবং সদস্য পদে আবদুর রহিম, মোরশেদুর রহমান, মো. ইসমাইল হোসেন এবং মোহাম্মদ মুবিন।
ভোটগ্রহণ শেষে উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচন পরিচালনায় ছিলেন পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সদস্য ইলিয়াছ চৌধুরী, আহম্মদ সৈয়দ এবং সদস্য সচিব নিজাম উদ্দিন।
নির্বাচন চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, উপজেলা চাউল কল শিল্প মালিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী নেতা সাদেক নূর চৌধুরী টিপু, হাছান তালুকদার, মোহাম্মদ হোসেন, সেকান্দর হোসেন চৌধুরী প্রমুখ।