রাঙ্গুনিয়ার প্রবীণ আলেমেদ্বীন নুরুল ইসলাম জেহাদী’র ইন্তেকাল

নুরুল ইসলাম জেহাদী
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার ফকিরখীল নিবাসী পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ এই আলেমেদ্বীন মাওলানা নুরুল ইসলাম জেহাদী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)।

রোববার (২৯ জানুয়ারি) ভোর ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বসতঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন আছরের নামাজের পর দক্ষিণ নোয়াগাঁও বায়তুন নূর জামে মসজিদ মাঠে তার নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

নুরুল ইসলাম জেহাদী দীর্ঘ বছর ধরে শিক্ষকতাকালে অসংখ্য ওলামা-মাশায়েক গড়ে তুলেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত দক্ষিণ নোয়াগাঁও বায়তুন নূর জামে মসজিদের খতিব ছিলেন। ছিলেন এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ নেতা আবু তাহের তালুকদারের পিতা। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছেন।