রাঙ্গুনিয়ার পদুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যানের বসতঘরে আগুন, মাইক্রোকারসহ পুড়ে গিয়ে ৩০ লাখ টাকার ক্ষতি

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে বসতঘর
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহেদ হাসানের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তার ব্যবহৃত মাইক্রোকারটিও (চট্টমেট্টো গ ১১-৬৫১২) পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের দশমাইল এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাহেদ হাসানের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তার ৩০x২০ ফুট পরিমাপের কাঁচা বসতঘর এবং একটি মাইক্রোকার পুড়ে গেছে। তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত জাহেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই। তিনি জানান, ঘরের ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক তার ইদুর কেটে দিয়েছিল। এরপর তা মেরামতের আগেই আগুন লেগে মুহুর্তে সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করা সম্ভব হয়নি। গাড়িসহ সব মিলিয়ে তার প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।