রাঙ্গুনিয়ার চার বিদ্যালয়ে চলছে ভবন নির্মাণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর মাধ্যমে এসব ভবন নির্মাণ কাজ করা হচ্ছে। সোমবার উপজেলার উত্তর রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। এদিন বেইজ ঢালাই কাজ করা হচ্ছে। এক কোটি তিন লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের প্রথম পর্যায়ে দুই তলা পর্যন্ত করা হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে ভবন নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিন ভবন নির্মাণ কার্যক্রম পরিদর্শনে আসেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, চট্টগ্রাম তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাফিজ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমির আলী তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর গোলাম মোস্তফা বাবুল, প্রধান শিক্ষক শান্তনু বিশ্বাস, সাবেক সভাপতি ডা. মোহাম্মদ শাহ আলম, ইউপি সদস্য মীর মোহাম্মদ হানিফ, সিরাজুল ইসলাম, বিদ্যালয় সহ সভাপতি গিয়াস উদ্দিন হায়দার শওকত, সদস্য ইউনুস মিয়া তালুকদার, আব্দুল কুদ্দুস, ফজলুল কাদের,খোরশেদ আলম প্রমুখ।

এসময় বিদ্যালয় প্রধান শিক্ষক শান্তনু বিশ্বাস জানান, ১৯০৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে পড়াশোনা করছে প্রায় ৫ শত ছাত্র-ছাত্রী। ইতিপূর্বে নির্মিত দুটি ভবনের ৪টি কক্ষে পাঠদান করান ১৪ জন শিক্ষক। এছাড়া অন্য একটি ভবনের ৩টি কক্ষ খুবই জরাজীর্ণ। যেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে ব্যবহারযোগ্য ৪টি শ্রেণি কক্ষে খুব কষ্টে এতোবছর ধরে পাঠদান চলছিলো। তবে অবশেষে তথ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে নতুন ভবন হওয়ায় সেই দুর্ভোগ লাঘব হবে।

এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, সুচারুভাবে বিদ্যালয়টির ভবন নির্মাণ কাজ শেষ হওয়ায় সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। শুধু এ বিদ্যালয়েই নয় এই অর্থ বছরে উত্তর পারুয়া, বগাবিলি এবং ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া গত অর্থ বছরে আরও ৭টি বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ করা হচ্ছে। এভাবে উপজেলার প্রত্যেক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসায় মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের উদ্যোগে নতুন নতুন সুউচ্চ ভবন নির্মাণ হচ্ছে। এতে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠদান করা সম্ভব হচ্ছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top