রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ৩০ শতক খাস জায়গা উদ্ধার করেছে সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলের দিকে মরিয়ম নগর ইউনিয়নের মাইজপাড়া খেলার মাঠ ও জানাযার মাঠ উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ” পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং করা বালু কর্ণফুলী নদীর তীরে রাখার কারনে সৃষ্টি হওয়া বালু চর স্থানীয় মো. আইয়ুব, আকতার হোসেন, আহমদ কবীর, শাহ আলম ও মো. ইকবাল এর দখল থেকে এসব জমি উদ্ধার করা হয়। এসময় তৈরি করা কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।