আমিরাত প্রতিনিধি: প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত “সীমানা পেরিয়ে” স্মরণিকাটির প্রকাশনা অনুষ্ঠান উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বড়ুয়া। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এডভোকেট রাহিলা চৌধুরী রেখা। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক নুরুল হক মাষ্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু বক্কর, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ইয়াসমিন আক্তার, সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ হারুন, সহ সভাপতি মোহাম্মদ ওসমান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, প্রভাষক সঞ্চয়ন বড়ুয়া সেতু, শিক্ষক আবু সায়েম, ব্যবসায়ী জুনায়েদ চৌধুরী, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, হাফেজ জাকির হোসেন, সিদ্দিক আনোয়ারুল আজাদ প্রমুখ।
সঞ্চালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ রাশেদ। বক্তারা সংগঠনটির বিভিন্ন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমৃদ্ধি কামনা করেন। শেষে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দরা।