রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে দুর্ঘটনায় হতাহত ১৩।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছে। তাঁর নাম মো. মাসুদ (৪০)। তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকায়।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, কাউখালীর নাইল্যাছড়ি বাড়ি থেকে ব্যবসায়ী মাসুদ সিএনজি চালিত অটোরিক্সায় করে রাঙ্গুনিয়ার রাণীরহাট যাচ্ছিলেন। তিনি ইসলামপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই চাঁদের গাড়ির (জিপ) সাথে সংর্ঘষে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।