রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কাতার প্রবাসী মোহাম্মদ সেলিম (৩৭)। বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তবে বাজার করে বাড়ি ফেরা হলো না এই প্রবাসীর। ফেরার পথে সিএনজি-অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মাথায় গুরুতর যখম হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।”
শনিবার (১৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার মরিয়মনগর-গাবতল ডিসি সড়কের স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের তেলি পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী সেলিম একই ইউনিয়নের রাজঘাটা এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সম্প্রতি প্রবাসী সেলিম দেশে এসেছিলেন। ঈদের পর ছুটি কাটিয়ে প্রবাসে যাওয়ার কথা ছিলো তার। তবে তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।