রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৩

বিশ্বজিৎ দে (৩৬)।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি সিএনজি-অটোরিকশা পেছন থেকে ধাক্কা মারলে অটোরিকশায় থাকা চালকসহ যাত্রীরা এই দুর্ঘটনার কবলে পড়েন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের হাফেজ বজলুর রহমান সড়কের মহামুনি স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম বিশ্বজিৎ দে (৩৬)। সে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড মন্ডলের বাড়ীর বলরাম দে’র ছেলে। নোয়াপাড়া এলাকায় সেঞ্চুরি টেইলার্স নামে তার একটি দর্জির দোকান রয়েছে।

আহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক বেতাগী ইউনিয়নের রামগতিরহাট এলাকার বাদল দাশের ছেলে প্রবীর দাশ (২৭), অটোরিকশা যাত্রী এবং একই এলাকার বাসিন্দা বাবুল চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৫) এবং সমীর সেনের ছেলে আকাশ সেন (১৮)। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কবলে পড়া ট্রাক ও সিএনজি অটোরিকশা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, “ট্রাকটি বেতাগী থেকে কাপ্তাই সড়কের দিকে আসার পথে নষ্ট হয়ে যাওয়ায় ঠিক করার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। অন্যদিকে বেতাগী রামগতিরহাট থেকে যাত্রী নিয়ে পাহাড়তলি আসছিল সিএনজি অটোরিকশাটি। যাওয়ার পথে মহামুনি স্কুল এলাকায় গেলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে সিএনজি অটোরিকশায় থাকা যাত্রী দর্জি দোকানী বিশ্বজিৎ দে’সহ বাকী দুই যাত্রী এবং চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেয়া হলে বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকী তিনজনকে মেডিকেলে প্রেরণ করা হয়। এই ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মাহবুব মিলকী।