রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র শাহারিয়া নাফিজ মুন্না (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর রাতে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুন্না উপজেলার রাজানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বনিখীল গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং কাউখালি পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
তার মামা মো. শওকত আলী বলেন, ৭ জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফিরছিল মুন্না। ফেরার পথে বেতছড়ি ব্রীজের কাছে এলে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিক্যালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে তার পরিবারে ২ ভাইয়ের মধ্যে বড় সন্তান ছিলেন। একইদিন রাত রাত ৮টারদিকে তার নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।