
রাঙ্গুনিয়া প্রতিনিধি: স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে শহীদ মুক্তিযোদ্ধা সুব্রত সাহার নামে সড়কের নামকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মজুমদারখীল সড়কের গেইটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সি। বক্তব্য দেন রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম চৌধুরী, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল্লাহ্,বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, দেবপ্রিয় বড়ুয়া, সুধাংশ বিমল নাথ, মো. ইসকান্দর, শহীদ মুক্তিযোদ্ধা সুব্রত সাহার ছোট ভাই প্রিয়দর্শী সাহা প্রমুখ।
প্রিয়দর্শী সাহা বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে মজুমদারখীল সড়কটি সুব্রত সাহা সড়ক নামে স্থানীয়রা জেনে আসছেন। কিন্তু দুঃখের বিষয় সড়কটির নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে একটি মহল। বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকান্ডে যাতে সড়কটির নাম শহীদ সুব্রত সড়ক থাকে, এই দাবিই জানাচ্ছি। ”
মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি বলেন, “একজন শহীদ মুক্তিযোদ্ধার নাম অনুসারে দেয়া সড়কের নাম পরিবর্তন করা যাবে না। স্বাধীনতার পর থেকেই এই নামেই সড়কটি পরিচিত। এমনকি শহীদ মুক্তিযোদ্ধা সুব্রত সাহা সড়ক নামে এই সড়কে গেট, সড়কের প্রবেশপথে স্মৃতি ফলকও রয়েছে। তাই এই নামেই সড়কটির নামকরণের দাবী জানাচ্ছি।”
বুধবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে শহীদ মুক্তিযোদ্ধা সুব্রত সাহা’র নামে সড়কের নামকরণের জন্য আবেদন করেন তিনি। বৃহস্পতিবার আবেদনের প্রেক্ষিতে সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। এসময় আওয়ামীলীগ নেতা আকতার হোসেন খান, মোহাম্মদ জহুরুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস, নির্বানী তোষ সাহা ভাস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।