
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় স্কেভেটর দিয়ে ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করার অপরাধে এক ইউপি সদস্যকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গজালিয়া এলাকায় এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, “ ঘটনাস্থলে গিয়ে স্কেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করার সত্যতা পেয়ে স্থানীয় ইউপি সদস্য শহীদুল আলমকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই দন্ড দেয়া হয়েছে।