রাঙ্গুনিয়ায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাঙ্গুনিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা পদক তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি:  “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দিক্ষা” এই স্লোগানে রাঙ্গুনিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং করোনার কারণে স্থগিত হওয়া ২০১৯ সালের শিক্ষা পদক দেয়া হয়।

সোমবার (১৩ মার্চ) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রুবল চন্দ্র দাশ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর চৌধুরী, শিবলু দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকসহ স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্লাস্টারের শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেষে করোনার কারণে স্থগিত থাকা ২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের শিক্ষা পদক তুলে দেয়া হয়। যেখানে সম্মাননা গ্রহণ করেন শ্রেষ্ঠ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী জসিম উদ্দিন শাহ, প্রধান শিক্ষক (পুরুষ) আলী হোসেন, মহিলা ক্যাটাগরিতে শায়লা শারমিন, সহকারী শিক্ষক (পুরুষ) মোহাম্মদ শাহ, মহিলা ক্যাটাগরিতে হাসিনা আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক একেএম মাহমুদুল আলম তালুকদার, শ্রেষ্ঠ স্কুল সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী।