রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতঘর ও খড়ের গাদা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে পৃথক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, সকাল ১১ টার দিকে হঠাৎ আগুন লেগে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মজুমদারখীল এলাকার মো.সোলায়মানের সেমিপাকা বসতঘর পুড়ে যায়। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।
এদিকে দুপুর ১টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ইছামতি বড়ুয়া পাড়া এলাকায় বাদল বড়ুয়ার কাঁচা বসতঘরের সামনে রাখা খড়ের গাদা আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বসতঘরে আগুন লাগার আগেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়।