রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় মেজবান খেয়ে অন্যান্য শিশুদের সাথে বাড়ি ফিরছিল শিশু মো. সিয়াম (৭)। ফেরার পথে একটি খালি পিকআপ দেখতে পেয়ে সেটিতে উঠে সব শিশুদের সাথে সেও বাড়ি ফিরতে চেয়েছিল। কিন্তু পিকআপে সবাই লাফিয়ে উঠতে পারলেও, পারেনি সিয়াম। সে উঠতে গিয়ে পেছনে উল্টে পড়ে যায়। এসময় পিকআপের পেছনের চাকায় চাপা পড়ে সে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রোশাইপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই গ্রামের ওস্তাপাড়া এলাকার ডেকোরেশন ব্যবসায়ী মো. আবছারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহিম জানান, গত চারদিন আগে রোসাইপাড়া গ্রামে এক ব্যক্তি মারা যায়। বৃহস্পতিবার তার রূহের মাগফেরাত কামনায় মেজবানির আয়োজন ছিল। সেই মেজবান খেয়েই অন্যান্য শিশুদের সাথে বাড়ি ফিরছিল শিশু সিয়াম। ফেরার পথে খালি পিকআপে অন্যান্য শিশুদের সাথে দুষ্টুমির ছলে সেও উঠতে গিয়ে এই দুর্ঘটনার মুখে পড়ে। নিহত সিয়াম পরিবারে দুই ভাইয়ের মধ্যে সবার ছোট সন্তান। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। একইদিন রাত সাড়ে ১২টার দিকে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তিনি বলেন, এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে এলাকার মানুষ জব্দ করে রেখেছে। তবে চালক পলাতক রয়েছে। বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।