রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন অবৈধ ৫টি পাকা স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৫ মার্চ) বিকেলে উপজেলার কাপ্তাই সড়কের পাশে রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেইটের পাশে উচ্ছেদ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, স্থানীয় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে এসব স্থাপনা নির্মাণ করে আসছেন। খবর পেয়ে অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম বলেন,” সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করায় অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।