রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এসব কম্বল দেয়া হয়েছে। এদিন বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, সহ-সভাপতি এনামুল হক, আওয়ামীলীগ নেতা হালিম আব্দুল্লাহ, রাসেল চৌধুরী, ওসমান গণি সোহেল, যুবলীগ নেতা মুহাম্মদ জামাল উদ্দিন, আরমান তালুকদার, মুহাম্মদ সোহেল, মোহাম্মদ আজহার, মানিক কান্তি দাশ প্রমুখ।
বিতরণকালে আবুল কাশেম চিশতি বলেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকার প্রকৃত দুস্থ ও অসহায়দের চিহ্নিত করে জেলা পরিষদের পক্ষ থেকে ৫ শতাধিক কম্বল দেয়া হচ্ছে।