রাঙ্গুনিয়ায় ছৈয়দুর খীল তালিমুল কোরআন একাডেমিতে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়ায় ছৈয়দুর খীল তালিমুল কোরআন নূরানী একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার হাতে উপস্থিত শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ছৈয়দুর খীল তালিমুল কোরআন নূরানী একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ,নবীন বরণ,সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ বিদ্যালয় মাঠে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির সভাপতি সুরুত আলী সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এম ইসকান্দর মিয়া তালুকদার। প্রধান আলোচক ছিলেন মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ডা. আবুল ফজল। সংবর্ধিত অতিথি ছিলেন মো. হাবিব উল্লাহ ও মো. ইসমাইল।

স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. মো. ইয়াকুব। বিশেষ অতিথি ছিলেন সার্জেন্ট সাকিল আহমেদ, সাংবাদিক জগলুল হুদা, খোরশেদ আলম সুজন, মাহবুবুল আলম শুকু, মো. আবুল কালাম চৌধুরী, আবুল কালাম মাস্টার, সাইফুল ইসলাম সওদাগর, শাহেদুল ইসলাম, মো. হাসান, ক্বারী আবুল ফজল, মাওলানা অহিদুল ইসলাম আমিরী, মো. কামাল প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।