রাঙ্গুনিয়ায় গুড়িয়ে দেয়া হল পাকা স্থাপনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে নির্মাণ করা ৭টি অবৈধ পাকা স্থাপনা বোলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৩ মে) দুপুরে  উপজেলার কাপ্তাই সড়কের দক্ষিণ পাশে ঘাটচেক কালভার্ট এলাকায় উচ্ছেদ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম ও সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নিজাম উদ্দীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে ঘাটচেক কালভার্ট এলাকায় ৬টি পাকা স্থাপনা নির্মাণ করে। অন্যদিকে ইছাখালী এলাকাতেও আরও একটি পাকা স্থাপনা নির্মাণ করেন অন্য এক ব্যক্তি। খবর পেয়ে অভিযান চালিয়ে এসব দোকান গুড়িয়ে দেয়া হয়। গত ৮ মে ঘাটচেক কালভার্ট এলাকায় একই ব্যক্তির মালিকানাধীন আরও ৮টি নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়েছিলো।

উল্লেখ্য, কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে শান্তিরহাট, গোডাউন, রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনী, লিচুবাগান এলাকায় শতাধিক অবৈধ স্থাপনার কারণে প্রায়শই দীর্ঘ যানজট লেগে থাকে। এতে নিত্য ভোগান্তি পোহাচ্ছেন লাখ লাখ মানুষ। এসব অবৈধ স্থাপনাও উচ্ছেদ করার দাবী জানান সাধারণ মানুষ।

এই ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম বলেন, সরকারি জায়গায় কোনোভাবেই পাকা স্থাপনা নির্মাণ করা যাবেনা। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top