রাঙ্গুনিয়া প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন চলমান সকল উন্নয়নমূলক কাজের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষে ম্যানেজমেন্ট মিটিং উপজেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ। বিশেষ অতিথি ছিলেন এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী।
সভায় অংশ নেওয়া এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের টিকাদারদের উন্নয়ন কার্যক্রম যথাসময়ে সমাপ্তের আহবান জানান কর্মকর্তাবৃন্দ। বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনা অনুযায়ী রক্ষণাবেক্ষণ কাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন তাঁরা। অন্যদিকে সকল উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম যথাসময়ে সমাপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন টিকাদারবৃন্দ।