রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল বাজারে অভিযান চালিয়ে মো. কায়কোবাদ মঞ্জু (৪২) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার কায়কোবাদ মঞ্জু একই এলাকার মৃত অছি আহমেদের ছেলে। শনিবার (১১ মার্চ ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে সরফভাটা ইউনিয়নের মীরেরখিল বাজারে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. কায়কোবাদ মঞ্জুকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে দিবাগত রাত সোয়া একটার দিকে সরফভাটা ইউনিয়নের নারিশ্চাঘোনা কে.বি.এম-৩ পরিত্যক্ত ইটভাটার অস্থায়ী রান্না ঘরের ভিতর থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।