কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ রাঙামাটি জেলা পর্যায়ে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মনোনিত হলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের প্রভাষক (হিসাববিজ্ঞান ) ও স্কাউটার স্বামীজি মল্লিক ।
গত শনিবার (২০ মে) রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জেলা নির্বাচন কমিটি স্বামীজি মল্লিককে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে মনোনিত করেন।
জেলা পর্যায়ে বিচারক মন্ডলী আবেদনকারীদের মধ্যে থেকে স্কাউট শিক্ষক হিসাবে অভিজ্ঞতা, ক্যাম্প পরিচালনা, উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ, প্রকল্প কার্যক্রম, প্রশিক্ষণের পর্যায়সমূহ, কন্টেন্ট তৈরি ও প্রজেক্টরের ব্যবহার বিষয়ে পর্যালোচনা করে তাকে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে মনোনিত করা হয় ।
শ্রেষ্ঠ জেলা স্কাউট শিক্ষক মনোনিত হওয়া স্বামীজি মল্লিক ২০১২ সাল থেকে স্কাউট এর সাথে জড়িত হন। যোগদানের পর থেকে তিনি অরিয়েন্টেশন কোর্স, বেসিক কোর্স, এ্যাডভান্স কোর্স, স্কীল কোর্স করার পর বাংলাদেশ স্কাউট শাখায় উডব্যাজার মনোনিত হন এবং স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদনের জন্য ২০২২ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন। এর আগেও স্বামীজি মল্লিক ২০২২সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মনোনিত হয়েছিলেন।
এদিকে রাঙামাটি জেলা পর্যায়ে স্বামীজি মল্লিকের এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের অধ্যক্ষ কমান্ডার মাহাবুব শাহজালাল ও উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।