রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পরপর দু’দিনের ব্যবধানে বজ্রাঘাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুন) সন্ধ্যায় কলেজ শিক্ষার্থী অর্কো চাকমা ও মঙ্গলবার (১৪ জুন) বিকেলে স্কুল শিক্ষার্থী রূপসী চাকমা নামের দুই শিক্ষার্থী প্রাকৃতিক বজ্রপাতের আঘাতে মারা গেছে বলে নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে বড় দুরছড়ি এলাকার নিজ বাড়ির উঠানে নারিকেল গাছে তলায় দাঁড়িয়ে থাকা অবস্থায় খেদারমারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রূপশী চাকমা আকস্মিসকভাবে বজ্রাঘাতের শিকার হয়। এসময় ঘটনাস্থলেই রূপসী চাকমা মারা যায়। নিহত রূপসী চাকমা বড় দুরছড়ি এলাকার পুলিন বিহারী চাকমার মেয়ে।
খেদারমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সন্তুষ কুমার চাকমা জানান, ঝড়ের সময় রূপশি চাকমা উঠানে নারিকেল গাছের পাশে দাড়িয়ে ছিলো এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনা স্থলেই প্রাণ হারায়।
এর আগে সোমবার (১৩ জুন) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর হিরারচর গ্রামে বাড়ি ফেরার সময় বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হয়ে জ্ঞান হারায় অর্কো চাকমা নামের এক শিক্ষার্থী।
নিহত অর্কো হিরারচর গ্রামের মিহির কান্তি চাকমার ছেলে। সে চাকমা রাঙামাটি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরপর একই এলাকার দুইজন মানুষ এভাবে চলে যাওয়া খুবই দুঃখজনক। সবাইকে আরো সতর্ক ভাবে চলাফেরা করতে হবে। নিহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।